এক পরিবারের সাত ভাই-বোনই কুরআনে হাফেজ

শেয়ার

মিশরের একটি পরিবারের সাত সহোদর পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন। কায়রোতে ৩০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পরিবার বিভাগে তাঁরা শীর্ষস্থান লাভ করেন।

সম্প্রতি নতুন প্রশাসনিক রাজধানী কায়রোর ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। তাতে ৬টি ক্যাটাগরিতে ৬০ দেশের ৯৬ প্রতিযোগী অংশ নেন। ষষ্ঠ ক্যাটাগরিটি ছিল পরিবারের সদস্যদের। এতেই প্রথম স্থান অধিকার করেন মিশরের সাদ পরিবার।

তাদেরকে পাঁচ লক্ষ মিশরীয় ডলার পুরস্কার দেওয়া হয়। সাদ মুহম্মদ নামে এক ভাই বলেন, ’বাবা-মা শুধু প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হলেও সন্তানদের পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। তাদের চেষ্টাতেই ৭ ভাই-বোন আল-আযহারে পড়াশোনা করেছে। একই সঙ্গে বাবা-মায়ের আগ্রহে আমরা সবাই কুরআনও হিফজ করেছি। পরিবার হিসেবে কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করায় সবাই খুব খুশি হয়েছে।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.