এইচএসসি: ৪২ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

শেয়ার

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪২ প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।

রোববার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এরআগে, সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শূন্য থেকে পাঁচ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠান ১১টি, পাঁচ থেকে ১০ শতাংশ পাস করেছে এমন প্রতিষ্ঠান ২৬টি, ১০ থেকে ২০ শতাংশ পাস করেছে এমন প্রতিষ্ঠান ১০৪টি, ২০ থেকে ৫০ শতাংশ পাস করেছে এমন প্রতিষ্ঠান ৯৮৮টি, ৫০ থেকে ১০০ ভাগ পাস করেছে সাত হাজার ৬৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

বিদেশের আটটি কেন্দ্রে মোট ৩২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে পাস করেছে ৩০৩ জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ৩৯ শতাংশ।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.