আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে কে ক্ষমতায় এলো বা গেল, তা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ব্যাপারটি কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে জড়িত নয়।
গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। চতুর্থ ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশটি আমাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমাদের কিছু ক্ষোভ বা অভিমান থাকলেও আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাই।
সেতুমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলায় নির্বাচনের তারিখ ৯ জুন নির্ধারণ করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি ৩৪ শতাংশের বেশি। শান্তিপূর্ণ নির্বাচন হওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন-সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
‘আজিজ-বেনজীরের মতো অসংখ্য আজিজ ও বেনজীর আওয়ামী লীগে আছে’– বিএনপির এমন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কাদের সৃষ্টি? আটজনকে ডিঙিয়ে মইন ইউ আহমেদকে সেনাপ্রধান কে করেছে? বিএনপি নিজেরা যা করেছে, তারা এখন আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তাঁর প্রতি কোনো অবিচার করা হবে না। তাঁকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।