উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট গ্রহণ ৮ মে। ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকি উপজেলায় ব্যালট পেপারে। প্রার্থীদের জামানতের টাকা অনেক বাড়ানো হয়েছে। তবে এবার স্বতন্ত্র প্রার্থী হতে দরকার হবে না ভোটারদের সমর্থনসূচক স্বাক্ষর। প্রার্থীরা ভোটের প্রচারণায় রঙ্গীন পোষ্টারও ছাপাতে পারবেন।
ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত হয় চার ধাপের উপজেলার নির্বাচনের তফসিল। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন। প্রথম ধাপের ১৫২ উপজেলার ভোটের তারিখ ঘোষণা করেন। সে অনুযায়ী প্রথম ধাপের তফসিলের মনোয়নপত্র জমার শেষ তারিখ ১৫ এপ্রিল। যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৮ মে। উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল দলীয় প্রতীক ব্যবহার না করার ঘোষণা দেয়ায় নির্বাচন কমিশন এরইমধ্যে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণ বিধি সংশোধন করেছে। ফলে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থী হতে ২৫০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে না। প্রার্থীরা রঙ্গিন পোষ্টারেও প্রচারণা চালাতে পারবেন। বাড়ানো হয়েছে প্রার্থীদের জামানতের টাকা। চেয়ারম্যান পদে ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে ৫ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার টাকা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচন ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।