রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

উন্নয়নের চিত্র তুলে ধরে কমলনগরে এমপি আবদুল্লাহর সংবাদ সম্মেলন

Array

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন গত সাড়ে তিন বছরের বিভিন্নমূলক কাজের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে কমলনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি আবদুল্লাহ বলেন, মেঘানা নদীর ভাঙন রোধে প্রথম পর্যায়ে রামগতিতে সাড়ে ৪ কিলোমিটার ও কমলনগরে ১কিলোমিটার বাঁধ নির্মাণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে বলে জানান। এছাড়াও রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, খাস জমি বিতরণসহ ব্যাপক উন্নয়ন ও আইনশৃঙ্খলার উন্নতির কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন বিএনপি জামায়াত জোটের আমলে  সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে কোনো ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে উন্নয়ন হচ্ছে। রামগতি ও কমলনগরেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।

গত ২৯মে একটি জাতীয় পত্রিকায় এমপি আবদুল্লাহর বিরুদ্ধে টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার সাংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন প্রকাশিত সংবাদ সত্য নয়। কারও কাছ থেকে কোনো কমিশন গ্রহণ করছি এমন প্রমাণ কেউ দিতে পারবেনা। ২০০০ সাল থেকে রামগতি ও কমলনগরে মানুষের সেবায় কাজ করে আসছি। আগামীতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবো।
এসময় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক ও রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, শ্রমিকলীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ফয়সল আহমেদ রতন, চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউছুফ আলী, রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, আহসান উল্লাহ হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিপ্লব প্রমুখ।

সর্বশেষ

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও...

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর)...