উদীয়মান কবি শাহরিয়ার রহমানের একগুচ্ছ কবিতা

শেয়ার

শাহরিয়ার রহমান ১লা জানুয়ারি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ ফজর আলী মাতাব্বর, মাতাঃ তাছলিমা আক্তার। ২০১৯ সালে মাধ্যমিক ২০২১ সালে উচ্চমাধ্যমিক স্তর শেষে এখন শিক্ষাগত পেশায় কর্মরত রয়েছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ভালোবাসেন সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। তার যৌথ কাব্যগ্রন্থ “বাংলার উদীয়মান কবি, কবি ও কবিতা, সমকালের দুই বাংলার কবিতা ও অনুভূতি। তিনি স্কুল জীবন থেকে লেখালিখি করেন। তিনি পড়তে ভালোবাসেন, ভালোবাসেন লিখতে ও ভালোবাসেন নতুন কিছু শিখতে। তিনি ছোটবেলা থেকে চিলেন সাহিত্য অনুরাগী।

জীবনব্যধি
শাহরিয়ার রহমান

আমরা প্রত্যেকেই প্রেমে পড়েছিলাম কারণ আমাদের মৃত্যুর প্রয়োজন ছিল, এবং যত ঘাতক’কে আমরা চিনি- তারা সকলেই শিশুদের মুখ ছুয়ে শপথ করেছিল হত্যাকে ঘৃণা করার।

আমরা প্রত্যেকেই প্রেমে পড়েছিলাম যেহেতু পূর্বসূরিদের পাপের ফলে জন্মের মতো জীবনব্যাধি আক্রান্ত করেছিল আমাদের

আমরা ভেবেছিলাম ভালোবাসা’ই বোধহয় সুস্থ হবার শেষ হাসপাতাল, আর প্রেম’কে রোগীবাহি অ্যাম্বুলেন্স ভেবে পথে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করেছি বহুকাল

মূলত আমরা বোকা ছিলাম,
আমরা জানতাম না এই অ্যাম্বুলেন্স কারো জন্য কোথাও থামবে না কোনোদিন।

তবু পথরোধ করে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের আঘাতেই আমরা তন্দ্রা ও জাগরণে আহত হয়েছি বারবার।

আমরা আমাদের ভুল তখনো বুঝতে পারিনি।

এরপর সমগ্র জীবন শুধু অপেক্ষার আক্ষেপে ভাসতে-ভাসতে হাহাকারের হাসি হাসতে হাসতে বিষাদের বিষ জ্বলতে-জ্বলতে বুঝেছি- আমরা কেউই প্রেমে পড়িনি কোনোদিন, আদতে আমরা প্রেমে পুড়েছি প্রত্যেকেই।

অথচ জীবনব্যাধি থেকে বাঁচতে আমাদের প্রয়োজন ছিল কেবল একটা কাঙ্ক্ষিত মৃত্যুর।

তুমি এলে
শাহরিয়ার রহমান

কেমন যেন মনে হয়-
তুমি কাছে এলে;
সাত রঙা কবিতারা-
ওড়ে ডানা মেলে!

এমন ভরা বর্ষাতে-
রোদ্দুর উঁকি…
চুপিচুপি কথা বলে-
তোমারই দু আঁখি!

লাল-নীল ছবি আঁকে-
মন ছাড় পেলে;
কেমন যেন মনে হয়-
তুমি ছুঁয়ে দিলে!

দূর নীলিমায়-
দুচোখ মেলে দেখি,
উড়ে যায় দুটি পাখি..!

নীল আকাশ-
ছেয়ে যায় কালো মেঘে,
যেন আকাশের অশ্রু সজল আঁখি.!

সন্ধ্যা নেমেছে ছেয়ে- ছোট্ট বিকেল সেজেছে ক্যামন; গোধূলি রঙ সাজে।

জীবনটা হোক এমন-
এক ফালি সোনালী রঙে-
সকালের ঠোঁট উঠুক হেসে।

উদাসী মন
শাহরিয়ার রহমান

হঠাৎ বৃষ্টি এসে-
ছুঁয়ে দিল এই মন,
বাতাস বললো কানে কানে.!

বৃষ্টি ছুঁইবে বলে-
তুমিও দাঁড়িয়ে ছিলে, দক্ষিণা খোলা বাতায়নে..!

আকাশ শান্ত হলো-
বৃষ্টিরা থেমে গেলো,
চাঁদ যেন হাসলো গগনে.!

একাকী উদাসী মনে-
খোলা ছাদের কোণে, তুমি;জ্যোৎস্না কুড়াও আনমনে.!

কিছুটা ভুলে যেতে যেতে- বৃষ্টি দিনে কিছুটা বাঁচে, আনমনে তাই জানলার কাঁচে- তোমারই নাম তর্জনীতে।

মনে পড়ে কখনও যদি?
আমি কতদূরে,
জানবে আমার সারা আকাশ‚ বৃষ্টিতে ভরপুর।

আপন মানুষ কই?

শাহারিয়ার রহমান

মানুষ নামের মানুষ ভরা,
আপন মানুষ কই?
আপন ভেবে নকল মানুষ,
কাছে টেনে লই।

স্বার্থের জন্য পাশে আসে, ধুয়ে শরম লাজ-
ধান্দা করে আন্ধা বানায় বহুব্রীহি সাজ।

বিবেক বুদ্ধি দু’পায় দলে আনন্দটা পায়,
নিজের পকেট ভারী করে
লাথি মেরে যায়।

সবাই বলে আমি আপন
চোখ বুঝিলে নাই,
কে যে আপন কে যে পর
কোথায় খুঁজে পাই?

অন্ধকারে একা হাটি
চোখের আলোতে,
যারা বলছে আমি আপন
দেখলাম না চোখে!

সময় কালে যায়না দেখা অসময়ে আসে,
সুখের সময় পাশ-পাশি
দেখা যায় চোখে।

সুখের চাদরে ঢেকে রেখে
আপন স্বজন ভেবে,
ছোবল মারে সুযোগ বুঝে
আলোরও মাঝে!

নিঝুম রাত
শাহরিয়ার রহমান

দুলছে হাওয়ায় আগ্নি শিখা- নড়ছে কালো ছায়া.!
ঝড় বাদলের নিঝুম রাতে- বাড়ছে কেবল মায়া.!

ভিজছে মাটি ভিজছে তরু- ভিজছে দুটি চোখ.!
খুব চেনা এক কষ্ট এসে- বাড়াই মনের শোক.!

যাক না ভেঙ্গে মনের সে ঘর- ঝরুক বৃষ্টি আসুক তুফান, তার লাগি মন উঠুক কেঁদে- ছিড়ুক সব বাঁধন.!

তোমাকে চাই
শাহরিয়ার রহমান

তোমাকে ভালোবাসি বলেই- তোমাকে চাই..!
তোমাকে অনূভব করি বলেই- তোমাকে চাই..!
সকাল কিংবা সাঁঝে-
বিষাদ কিংবা ”চা”এর কাপে- তোমাকে চাই.!

আমার সুখময় সুসময়ে- তোমাকে চাই!
আমার দুঃখ বিষাদ দিনে- তোমাকে চাই!
প্রভাতের নীরব ক্ষণে- তোমাকে চাই!
পাখিদের কলরবে-
তোমাকে চাই!
দুপুরের আলসেমিতে-
তোমাকে চাই!
গোধূলির আবির রঙ্গে-
তোমাকে চাই!
সন্ধ্যে প্রদীপ হাত-
তোমাকে চাই!
নিঝুম একাকী রাতে-
তোমাকে চাই!

এই চাওয়াটা কি মোর ভুল-
মোর অপরাধ,
যদি তাই হয়;
তবে চোখ দুটো মোর-
অন্ধ হয়ে যাক.!
মিটে যাক তোমাকে দেখার সাধ.!

No description available.
ছবি: শাহরিয়ার রহমানের অর্জিত সনদ

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.