উত্তম কুমারের নায়িকা অঞ্জনা ভৌমিক মারা গেছেন

শেয়ার

উত্তম কুমারের নায়িকা ভারতের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। আজ সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স ছিলো ৭৯ বছর। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে গতকাল রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

 

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ব্যক্তি জীবনে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি। অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু সকাল থেকেই হাসপাতালেই রয়েছেন। সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলসহ টালিউডের অনেকেই হাসপাতালেই রয়েছেন।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক।

গত ৫-৬ মাস ধরে তিনি একপ্রকার শয্যাশায়ী ছিলেন। তাঁর দেখভাল করতেন মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনই। 

১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের।

তাঁর আসল নাম হল আরতি ভৌমিক, আর ডাক নাম বাবলি। মাত্র ২০ বছর বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখেন অঞ্জনা ভৌমিক, ছবির নাম ছিল‘অনুষ্টুপ চন্দ’। প্রথম ছবি মুক্তির আগেই আরতি নাম বদলে অঞ্জনা হয়েছিলেন তিনি। সিনেমার পর্দায় উত্তম কুমারের সঙ্গে তাঁর রসায়ন ছিল জমজমাট। ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’,‘রৌদ্রছায়া’ ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি।
উত্তম কুমারের সঙ্গে পর্দায় তাঁর রসায়ন দর্শক আজও মনে রেখেছে।Chowringhee (1968)

সূত্র: হিন্দুস্থান টাইমস

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.