ঈদ উপলক্ষে জাল টাকা তৈরির সময় দুই যুবক আটক

শেয়ার

প্রতিবেদক,রাজশাহী:

ঈদ উপলক্ষে বাজারে ছড়ানোর জন্য ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট তৈরি করছিলেন দুই যুবক। জাল টাকা বানানোর সময় তাদের হাতেনাতে ধরে ফেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। রোববার (৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ এক হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

আটক দুই যুবক হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার গোয়াল পাড়ার আফজালের ছেলে ইমাম হাসান (২০) ও সূর্যপাড়ার সাইফুল ইসলামের ছেলে শিহাব ইসলাম (২১)।

রাতে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে এক লাখ এক হাজার ৫০০ টাকার জাল নোটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে- ঈদ উপলক্ষে বাজারে এই জাল নোট ছড়াতে চেয়েছিল তারা। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.