ঈদের দ্বিতীয় সপ্তাহেও দাপট অব্যাহত বাংলা সিনেমার

শেয়ার

এবারের ঈদে দেশের সিনেমা হলে ৫ টি সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের দ্বিতীয় সপ্তাহে এসেও দেশের মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলোতে সিনেমাগুলো দাপটের সঙ্গে চলছে। দেশে হিন্দি সিনেমা মুক্তি পাচ্ছে, মাল্টিপ্লেক্সগুলোতে নিয়মিত মুক্তি পায় হলিউডের সিনেমা। এসব সিনেমাকে সরিয়ে বাংলা সিনেমায় দর্শকের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে।

এতে আসন্ন সময়ে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া ও বিপণন) মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে বাংলা সিনেমা খুব ভালো ব্যবসা করছে। সুড়ঙ্গ ও প্রিয়তমার দর্শক অনেক। প্রহেলিকা সিনেমাটিও ভালো চলছে।
হলিউড মুভির বাইরে বাংলা সিনেমার এই ব্যবসা আমাদের ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছে।’ ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি সারাদেশের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি ভালো ব্যবসা করছে বলে জানালেন এর নির্মাতা হিমেল আশরাফ।
তিনি বলছেন, ‘সারাদেশের সিঙ্গেল স্ক্রিন ছাড়াও মাল্টিপ্লেক্সে সিনেমাটি ভালো চলছে। এছাড়াও ছবিটি যুক্তরাষ্ট্রের ২৭ হল ও কানাডার ৫ হলে মুক্তি পেয়েছে।’

এদিকে সিঙ্গেল স্ক্রিনে এই ছবি চালিয়ে ভালো ব্যবসা করছে বলে সারাদেশের সিনেমাহলসূত্রে জানা যায়।  এদিকে, ঈদের দিন থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘সুড়ঙ্গ’ সিনেমার দাপট অব্যাহত রয়েছে। ঈদের দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি ব্যাপকভাবে দর্শকদের টানছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.