ইবি সংবাদদাতা:
পবিত্র ঈদ-উল আজহার ছুটি শেষে ক্লাসে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (০৮ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল দফতরের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শুক্রবার (০৭ জুলাই) সকাল ১০টা হতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহ খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর ও প্রভোস্ট কাউন্সিল সূত্রে এ তথ্য জানা যায়। একাডেমিক ক্যালেন্ডার সূত্রে, গত ২২ ও ২৩ জুন সাপ্তাহিক ছুটি এবং ২৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ঈদ-উল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ৬ ও ৭ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় আজ শনিবার (৮ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।