ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে বশেমুরবিপ্রবি

শেয়ার

বশেমুরবিপ্রবি, প্রতিনিধিঃ

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আগামীকাল খুলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

গত বৃহস্পতিবার (১৪ই জুলাই) ঈদুল আযহার ছুটি শেষ হলেও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ এবং ১৬ তারিখ শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল (রবিবার) খুলবে বশেমুরবিপ্রবি।

এদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পুনঃরায় শুরু হবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

ছুটির আমেজ শেষে দুদিন আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। যার ফলে শিক্ষার্থীদের পদাচরনায় মুখরিত হচ্ছে ক্যাম্পাস প্রাঙ্গণ।

এ ছাড়া আগামীকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট রুটে যাতায়াত করবে বলে জানা যায়।

এদিকে, কিছু সংখ্যক দেশি এবং বিদেশী শিক্ষার্থী ছুটিতে বাসায় না যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলো ঈদের ছুটিতে ও খোলা ছিল।

উল্লেখ্য, গত ০৩ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা করে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.