ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

শেয়ার

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ জুন) মন্ত্রণালয় থেকে উপ-সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করলো। তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এর আগে গত সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠেকে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়।

পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সাধারণত ঈদের আগে এক দিন বন্ধ থাকে। তাতে ওইদিন সব মানুষ একসঙ্গে রওনা করেন। এতে সড়কে ব্যাপক চাপ পড়ে। সে কারণে ২৭ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.