ইসলামের টানে অভিনয় ছেড়েছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তার বড় ভাই সাকিব এম তালহা।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’
এদিকে এ খবর শুনে নেটিজেনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তামিমকে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।’
অন্য একজনের কথায়, ‘তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এত বড় দাড়ি দেখি নাই। হয়তো কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।’
তবে বিষয়টি নিয়ে তামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। ছোটপর্দার পরিচিত মুখ এ অভিনেতা। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে ব্যাচেলর পয়েন্ট, ফ্যামিলি ক্রাইসিস উল্লেখযোগ্য।