ইসরায়েলী আগ্রাসন বন্ধের দাবীতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

অব্যাহত ইসরায়েলী আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বাদ জুমা মার্কাজ মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অংশ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা।

এতে জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ইসরায়েলের ইহুদিরা বর্তমান বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরায়েলী পণ্য বয়কট ও ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠনে বিশ্ব মুসলিমকে এক্যবদ্ধ হওয়ার আবাহন জানান তারা। এছাড়াও ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ ও ওয়াইসির বিরুদ্ধে নানা সমালোচনা করেন তারা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.