খুব যে বাজে ফর্মে ছিলেন, তা নয়। কিন্তু সুনির্দিষ্ট কারণ ছাড়াই পাকিস্তান দল থেকে বাদ পড়েছিলেন ইমাদ ওয়াসিম।
গত মার্চে দলে ফেরার পর আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে বেশ ভালোই খেলেছেন। মিডল অর্ডারের চাহিদা মিটিয়ে ২৪.৫০ গড়ে করেছেন ১৪৭ রান। এর মধ্যে ছিল ক্যারিয়ারসেরা অপরাজিত ৬৪ রানের ইনিংস। বল হাতে ৫.৬৩ ইকোনমি রেটে শিকার ১০ উইকেট।
পাকিস্তানের হয়ে খেলা সর্বশেষ ম্যাচেও করেন ৩১ রান, নেন ২ উইকেট। এরপরও কোনো কারণ না জানিয়ে তাঁকে আবারও বাদ দেওয়া হয়।