ইবি স্পোর্টস এসোসিয়েশনের সপ্তাহব্যাপী টুর্নামেন্ট সম্পন্ন

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্পোর্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী ‘স্পোর্টস কার্নিভাল ১.০’ খেলাধুলার আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন। এসময় ইবি স্পোর্টস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী প্রক্টর ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও এডভোকেট মোস্তাফিজ সোহেল, স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি এইচএম বুলবুল ও সাধারণ সম্পাদক তামজিদ হায়দার সহ অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় সপ্তাহব্যাপী আয়োজিত আটটি খেলার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন।

সপ্তাহব্যাপী টুর্নামেন্টে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয় টিম জ্যাক এবং রানার্সআপ অর্জন করে টিম রোবট। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন টিম জ্যাকের জাকারিয়া এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন টিম রোবটের নাইম। ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয় টিম রাইজিং স্টার এবং রানার্সআপ অর্জন করে টিম ফিয়ারলেস। টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন সিএসই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহফুজ খান এবং রানার্সআপ অর্জন করেন শারীরিক শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আব্দুন নূর।

এদিকে, ব্যাটমিন্টন (পুরুষ) খেলার চ্যাম্পিয়ন হয়েছেন তন্ময় এবং রানার্সআপ অর্জন করেন সুলাইমান। ব্যাটমিন্টন (নারী) খেলার চ্যাম্পিয়ন হয়েছেন চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাদিয়া জান্নাত উর্মি এবং রানার্সআপ অর্জন করেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রামিসা আনজুম মাইশা। এছাড়াও দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের উৎস এবং রানার্সআপ অর্জন করেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শাকিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. কামাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের খেলাধুলা আয়োজনের একটা রীতি ছিল, যা সবসময় আয়োজন করা উচিত। বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনাই প্রধান নয়, খেলাধুলাও একটা অংশ। সুস্থ সাংস্কৃতিক পরিবেশের জন্য এসকল আয়োজন অবশ্যই চলমান রাখতে হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের খেলাধুলা চলমান রাখতে উদ্যোগ নিয়েছে ইবি স্পোর্টস এসোসিয়েশন। প্রথমবারের মত তারা রেজিষ্ট্রেশন পদ্ধতিতে এ টুর্নামেন্টের আয়োজন করে সংগঠনটি। সপ্তাহব্যাপী মোট আটটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো হল- ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাটমিন্টন, বাস্কেটবল, হেন্ডবল, ভলিবল ও দাবা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.