ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিচার্স সোসাইটির (আইইউআরএস) ২০ সদস্য বিশিষ্ট ছাত্র উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্যানেলের অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা প্যানেলের সদস্যরা হলেন- ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনজুরুল ইসলাম ও নাঈম মো. তাওহীদ, একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের তারেক রহমান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইসমাত জাহান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ খান ও মাসুদুর রহমান, ফোকলোর স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের সাজ্জাদ হোসাইন ও মৌসুমী খাতুন, অর্থনীতি বিভাগের আবু হুরাইরা ও নাজমুস সাকিব, বাংলা বিভাগের সাদিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের জান্নাতুল ফেরদৌস নীলা এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ ফারাবি ও রুমানা আক্তার রুমা।
এছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফিয়া স্বর্ণা, সমাজকল্যাণ বিভাগের একই শিক্ষাবর্ষের রেজাউল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ফাহিম ফয়সাল, আইন বিভাগের মাহাদী হাসান, ফোকলোর স্টাডিজ বিভাগের সাদিয়া ইসলাম প্রিয়া ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কাজি ফারহানা।
সংগঠনটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস নীলা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন রিচার্সের ক্ষেত্রে এগিয়ে থাকে, সেজন্যই আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা করা। আমরা শিক্ষার্থীদের রিচার্স পেপার বের করা থেকে শুরু করে বাহিরের দেশে যাওয়া পর্যন্ত সকল বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। উপদেষ্টা প্যানেলের সদস্যরা আমাদেরকে রিচার্স রিলেটেড সকল বিষয়ে পরামর্শ দিবেন।