ইবির সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ মুখ

শেয়ার

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর পদে নতুন পাঁচ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাদেরকে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। অফিস আদেশ সূত্রে, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদুর রহমান টিটু, ফলিত তুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেনের মেয়াদ শেষ হয়। তাদের স্থলে শূন্য এ পাঁচ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক ড. আরিফুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইয়ামিন মাসুম ও চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.