ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ জুলাই দুই দিনব্যাপী সকাল ১০টা হতে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে ৬৯৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১০৭ জন। যা মোট আবেদনকারীর ১৫.৩৭ শতাংশ। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভাগটিতে ভর্তির জন্য ২৫টি আসনের বিপরীতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে আবেদন করেছিল ৬৯৬ জন। মঙ্গলবার (১৮ জুলাই) প্রথম দিনে রোল নম্বর ১০৫৪৯১ হতে ৩১৪৮৮৬ পর্যন্ত ৩০০ আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৮ জন। মঙ্গলবার (১৯ জুলাই) শেষ দিনে রোল নম্বর ৩১৪৯০২ হতে ৫৩৮৮০৪ পর্যন্ত ৩৯৬ আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৯ জন।
পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘ফলাফল তৈরির কাজ চলছে। আশা করি রাতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।’