ইবির ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির নেতৃত্বে ওয়ালিউল্লাহ-তামান্না

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির ২০২৩- ২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে এস এ এইচ ওয়ালিউল্লাহ সভাপতি এবং তামান্না ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. রেবা মন্ডল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফয়সাল মাহমুদ নয়ন ও মোঃ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জোহা উল আলম সিয়াম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আরিফ, অর্থ সম্পাদক নাজনীন হক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সুমন, প্রচার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান মুক্তা।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুশফিকুর রহমান ও খাদিজা খাতুন।

উল্লেখ্য, ‘এসো আইন মেনে চলি, মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যে ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি (LAES) প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই তরুণ-তরুণীদের মাঝে আইন বিষয়ক সচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এছাড়াও বিভিন্ন স্কুল- কলেজে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি এবং আত্মিক উন্নয়নমূলক কাজ করে থাকে সংগঠনটি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.