ইবির বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে “মৃত্যুঞ্জয়ী মুজিব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’র আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২৩ উপলক্ষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ এর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ এর সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। আরও অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সম্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আগস্ট মাস শঙ্কার মাস। জাতির সিদ্ধান্ত নেয়া উচিত কি কারণে হত্যা করা হয়েছে জাতির পিতাকে৷ তিনি শুধু বাঙ্গালীর না বিশ্বের নেতা ছিলেন৷ বঙ্গবন্ধু হত্যা কমিশন গঠন করা হোক, যেন আসল খুনিদের আমরা জানতে পারি। ত্যাগের ইতিহাস এই স্বাধীনতা। এই স্বাধীনতা বিনষ্ট করতে চায় স্বাধীনতাবিরোধীরা। এদের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন৷ তার সকল কর্মকান্ডে স্বাক্ষর রেখেছেন তিনিই হত্যাকারী।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় মানবতাবিরোধী কাজ হয়েছিল পচাত্তরের ১৫ আগস্ট। তখন কোথায় ছিল মানবতা? এই সরকার কচুড়িপানার পানি নয় যে ধাক্কা দিলে সড়ে যাবে৷ টেক ব্যাক নয় ফরওয়ার্ড বাংলাদেশে পরিণত করতে হবে। এই অশুভ শক্তিকে কিভাবে ঘায়েল করতে হয় সেটা আওয়ামিলীগ জানে৷ তাদের রাজপথে প্রতিহত করে আবারো ক্ষমতায় থাকবো। এসময় তিনি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.