ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার। বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব হস্তান্তরকালে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ এবং হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুতাপ কুমার ঘোষ, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি রফিকুল ইসলাম ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. বখতিয়ার হাসানের মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকারকে এ পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এই পদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার বলেন, আমাকে বিভাগের সভাপতির দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে নিয়ে বিভাগকে এগিয়ে নিয়ে যাব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.