ইবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে প্রায় তিন শতাধিক তরুণ লেখকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান-২০২৩’। রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সম্মেলনে সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ধনঞ্জয় কুমার ও কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।
এছাড়াও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে প্রতিষ্ঠাতা সভাপতি জাহানুর ইসলাম, বর্তমান সভাপতি নেজাম উদ্দীন, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ, ইবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান, ফোরামের সিনিয়র সদস্য আব্দুর রউফ, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, লেখক ফোরাম ইবি শাখার সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, লেখক ফোরাম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন তরুণ লেখক ও সঙ্গীত শিল্পী তবীব মাহমুদ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির প্রচার বিষয়ক সম্পাদক তুহিন বাবু ও সম্পাদকীয় পর্ষদের সদস্য রুখসানা খাতুন ইতি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, লেখকরা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তারা মননের নির্মাতা। তারা যেভাবে আমাদের আত্মাকে ও মনকে নির্মাণ করে, একটা জাতি ঠিক সেভাবে সেইদিকে ধাবিত হয়। এই নির্মাতাদের প্রধান শক্তি হচ্ছে কলম ও তাদের চিন্তাধারা।
তিনি আরও বলেন, একটা জনগোষ্ঠীকে গড়ে তুলার জন্য এ তরুণ লেখকদের প্রয়োজন। তবে আমাদের দেশে তরুণ লেখদের বড়ই অভাব। এই অভাবকে আমাদের পূরণ করে নিতে হবে।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রথম শাখা হিসেবে লেখক সম্মেলন আয়োজন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন ইবি শাখা। এবারও কেন্দ্রীয় লেখক সম্মেলনে ইবি শাখার বর্ষসেরা সংগঠক, বর্ষসেরা লেখক ও কেন্দ্রীয় মাসিক সেরা লেখক পুরস্কার অর্জন করেছে।’
অনুষ্ঠানে ফোরামের নবীন সদস্যদের ব্যাজ ও কলম প্রদানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২৩ জুলাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম শুরু হয় ২০১৯ সালে। বর্তমানে দেশের ১৮ টি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর টানা চার বার ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইবি শাখা। তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করার পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারেও কাজ করে আসছে।