ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ এর আত্মার মাগফেরাতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লীদের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়।
এসময় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল, কর্মকর্তা আলমগীর হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া মরহুমের তত্ত্বাবধানে ও নামকরণে প্রতিষ্ঠিত ক্যাম্পাস পার্শ্ববর্তী মাদরাসাতুস সুন্নাহর পরিচালক ইমরান হোসাইন সহ মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী।
মোনাজাতের আগে অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ড. শোয়াইব ধর্মতত্বের ভর্তি পরীক্ষায় ৪৫ তম হয়েছিলেন। তিনি ইসলামের জন্য খেদমত করে গেছেন। তাঁর বিদায় মানে এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। কম বয়সে তিনি চলে যাবেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমাদের সবাইকে চলে যেতে হবে। নির্দিষ্ট সময়ের পর চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
এর আগে , সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহতাবস্থায় শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. শোয়াইব। পরদিন বাদ আসর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার সরকারী কলেজ মাঠে জানাজা শেষে জেলা সদরের দক্ষিণ মৌড়াইল কবরস্থানে প্রয়াত কবি আল মাহমুদের পাশে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, ড. শোয়াইব বিশ্ববিদ্যালয়ের দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিবের দায়িত্বে গ্রহণ করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর সহচর ও আস-সুন্নাহ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলন।