ইবির আল হাদিস বিভাগের সেমিনার ও ইফতার মাহফিল

শেয়ার

ইবি সংবাদদাতা:

“আত্নগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠায় রমাদানের ভুমিকা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল- ২০২৩ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। বুধবার (০৫ এপ্রিল) বিশ্বিবদ্যালয়ের অনুষদ ভবনের ৪০৩ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাকসুদুর রহমান। প্রবন্ধ উপস্থাপক ছিলেন অধ্যাপক ড. শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ ও অধ্যাপক ড. সেকান্দার আলী।

সেমিনারে অতিথিরা রমযানের ফযিলত, রমযানে সবার করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও রমযান মাসে কিভাবে আত্নগঠন ও শৃঙ্খলাবোধ তৈরি করা যাবে সে সম্পর্কে আলোচনা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.