ইবিতে সোমবারের অনলাইন ক্লাস বাতিল

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাপ্তাহিক সোমবারের অনলাইন ক্লাস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এখন থেকে সোমবারের ক্লাস এবং পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়ীসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

এর আগে, ২০২৩ সালের ৩০ জুলাই বৈশ্বিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের ব্যয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহের ‘সোমবার’ অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.