ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের মিলনমেলা

শেয়ার

ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর) ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে দিনব্যাপী চড়ুইভাতি আয়োজন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুগ্ধ সরোবর প্রাঙ্গণে এ চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি হাসানুল বান্না অলি এবং সাধারণ সম্পাদক হুজ্জাতুল্লাহ ভূইয়াসহ বিভিন্ন সেশনের প্রায় শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানটির আয়োজন সকাল ১১টা থেকে শুরু হয়।

এসময় প্রত্যেকের অংশগ্রহনে বিশ্ববিদ্যালয়ের মুগ্ধ সরোবরে ‘পিলো পাস’ নামক খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজন এবং র্যাফেল ড্র বিজয়ীসহ মোট ৭জনকে পুরষ্কৃত করা হয়।

উক্ত অনুষ্ঠান খেলাধুলা ছাড়াও ইসলামী সংগীত, গান, আড্ডা, মধ্যাহ্নভোজ এবং ফটোশুট সেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

কোষাধক্ষ্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা অন্তর দিয়ে কুমিল্লাকে ভালোবাসি। কুমিল্লার শিক্ষার্থীরা মেধাবী হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে তারা যুক্ত রয়েছে। আপনারা বাংলাদেশ সচিবালয়ে গেলে দেখতে পাবেন অধিকাংশই কুমিল্লার। আগামী দিনে ছাত্রদের সাথে সেতু বন্ধন করতে আমাদেরকে আরো কাছে আসতে হবে। আশা করি সামনে আরো বড় পরিসরে আয়োজন হবে।”

সংগঠনকে সভাপতি হাসানুল বান্না অলি বলেন, “আমাদের প্রো-ভিসি, ট্রেজারার, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ও বর্তমান ডিন, ডিনস্ কমিটির সভাপতি, থিওলজি অনুষদের ডিন এবং একাধিক হলের প্রভোস্টের বাসা কুমিল্লা। ইবিতে কুমিল্লার কৃতি সন্তানদের এমন অর্জনে আমরা গর্বিত। আমরা চেষ্টা করবো এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।”

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.