ইবিতে বুননের নবীন বরণ অনুষ্ঠিত

শেয়ার

ইবি সংবাদদাতা :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যতিক্রমধর্মী সেচ্ছাসেবী সংগঠন বুনন’র নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সভাপতি সৈয়দা শাখিয়া সুলতানা, সাধারণ সম্পাদক সফিকুল আযম ভূঁইয়া আকাশ, সহ- সভাপতি বাসু দেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাওন ও দপ্তর সম্পাদক নাহিদুর রহমানসহ সংগঠনটির প্রায় শতাধিক নবীন ও প্রবীণ সদস্য উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবীন সদস্যদেরকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে বরণ করে নেয় সংগঠনটি। এসময় সংগঠনটির কার্যনির্বাহী সদস্যরা নবীন সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনটির কোষাধ্যক্ষ ফয়সাল মাহমুদ নয়ন ও আলপনা বিষয়ক সম্পাদক সাদিয়া মাহমুদ মীম।

সংগঠনটির সাধারণ সম্পাদক সফিকুল আযম ভূঁইয়া আকাশ বলেন, আমরা পড়ালেখার পাশাপাশি যদি কয়েকজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে মনের মধ্যে আনন্দ অনুভূত হয়। বুনন প্রতিষ্ঠালগ্ন থেকে সেই কাজটি করে যাচ্ছে। আমরা আলপনা, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন কাজ করে যে টাকা আয় করি তা দিয়ে আনরা মানুষর পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

পরে সংগঠনটির নবীন ও প্রবীণ সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।খেলাধুলা

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.