ইবিতে তারুণ্যে’র বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এবং ক্যাফেটেরিয়া সংলগ্ন রাস্তায় পার্শ্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি।

কর্মসূচিতে দেশি ও বিদেশী বিভিন্ন ধরণের শোভাবর্ধণকারী গাছ লাগানো হয়। এর মধ্যে শিউলি, বেলী, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, বাগান-বিলাস, পলাশ, কাঠবাদাম, গন্ধরাজ ও জ্যাকারান্ডা অন্যতম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও তারুণ্যের সদ্য সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই এবং সদ্য সাবেক সহ-সভাপতি মুরসালিন আহমেদ সানি সহ তারুণ্যের প্রায় ৭০ জন বর্তমান এবং সুবাসিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে প্রকৌশল অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম ওষধি ও ফলজ গাছের গুণাগুণ সম্পর্কে সদস্যের মাঝে আলোকপাত করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং সদস্যদের মাঝে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।

সভাপতির বক্তব্যে মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু যেটি ব্যতীত আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। শুধু গাছ লাগানোই নয় বরং এগুলো পরিচর্যা করাও আমাদের দায়িত্ব। এছাড়াও, পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর যত্ন নিতে উৎসাহিত করেন। পরিশেষে আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনটির প্রচার সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় উপদেষ্টামন্ডলীর বক্তব্যে ড. মাহবুবুর রহমান বলেন, তারুণ্য’র সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের স্বীয় দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে বিভিন্ন প্রশংসনীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারুণ্য’র মাহাত্ম্যকে ফুটিয়ে তুলছে। এছাড়াও তারুণ্যের সূচনালগ্নের স্মৃতিচারণমূলক বিভিন্ন দিক তুলে ধরেন এবং তারুণ্যের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.