ইবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

শেয়ার

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৬১৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

এসময় নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও নোটবুক দিয়ে বরণ করে নেয় বিভাগটি। এসময় বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জোহান ড্রীম ভ্যালী পার্ক ঝিনাইদহ এর জেনারেল ম্যানেজার হাসানুজ্জামান বাবু। এছাড়াও অতিথি হিসেবে জাহাঙ্গীর হোসেনসহ বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা অর্জনে জন্য এই বিভাগে তোমাদের স্বাগতম। তোমরা যারা এখানে সুযোগ পেয়েছো তারা ভাগ্যবান। কারণ বর্তমানে ট্যুরিজমের সেক্টর গুলো বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম অবদান রেখে চলছে। যা তোমাদের এই বিভাগে পড়াশুনার পাশাপাশি দেশের উন্নয়ন ও আর্থিক অবস্থা সম্পর্কে ভালো ধারনা রাখতে সাহায্য করবে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা তোমাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের উন্নতিতে অবদান রাখবে আমি এই আশাবাদী।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.