ইবিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার

ইবি সংবাদদাতা :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপ: লিগ্যাল এন্ড শারিয়াহ পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (আইইউপিএস) এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ।

আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান। অতিথি হিসেবে ছিলেন ইবির আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন।

এসময় ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড হোস্ট লামিয়া হোসাইনের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি নাছির উদ্দিন আবির, সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মাইনুল, সাংগঠনিক সম্পাদক গালিব, দপ্তর সম্পাদক নাইম ও কোষাধ্যক্ষ শামিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ড. আব্দুল কাবিল খান প্রশিক্ষণার্থীদের ক্যামেরা সেটিংস, কনস্ট্রাকটিভ জার্নালিজম, স্টোরি তৈরি, স্টোরিতে ভিডিও শুটের ধরন, স্টোরি বোর্ড, ডিজিটাল স্টোরি টেলিং এবং কনটেন্ট তৈরির উপাদান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

এসময় তিনি বলেন, আমি যে কন্টেন্ট তৈরি করছি সে কনটেন্টের দর্শক কোন প্ল্যাটফর্মে বেশি, আমাকে সেই প্ল্যাটফর্মে কনটেন্ট আপলোড করতে হবে। কনটেন্ট আপলোড করার সময় সেই প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলতে হবে। কপিরাইট রয়েছে, এমন কোন কনটেন্ট স্টোরিতে আপলোড করা যাবে না। তিনি আরও বলেন, যেসব বিষয় নিয়ে কেউ কথা বলে না সে সব বিষয় নিয়ে স্টোরি তৈরি করতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষদের নিয়ে স্টোরি তৈরি করতে হবে। মানুষের মাঝে এগুলোর চাহিদা বেশি।

কর্মশালায় ডিজিটাল স্টোরি টেলিংয়ের আইনী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং শরয়ী দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেন ড. মোহাম্মদ নাছির উদ্দীন।

এসময় ড. নাছির উদ্দীন বলেন, বস্তুনিষ্ট যা মানবতার জন্য দরকারী বিষয় নিয়ে কাজ করে এবং দেশ বিদেশের নানা বিষয়ের অন্তর্দৃষ্টি প্রদান করে এ সমস্ত কাজ বাধ্যতামূলক। মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচার করাকে পাপ ও সীমালঙ্ঘনের সহযোগিতার সামিল। তথ্যের সত্যতা, ট্রান্সমিশনে নির্ভুলতা এবং বিষয় উপস্থাপনে বস্তুনিষ্ঠার প্রতি অঙ্গীকারাবদ্ধ হতে হবে এবং কুৎসা, গীবত, পরচর্চা ও মিথ্যা এড়িয়ে চলতে হবে। এসময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা, স্টোরি তৈরিতে শরয়ী চ্যালেঞ্জ ও কপিরাইট সম্পর্কে কুরআন-হাদীসের বিভিন্ন দলিল উপস্থাপন করেন।

উল্লেখ্য, কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.