ইবিতে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত

শেয়ার

ইবি সংবাদদাতা:
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের ব্যয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহে সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস কার্যক্রম অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, সরকারী নির্দেশনা মোতাবেক করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫ শতাংশ সাশ্রয় করা আবশ্যক। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমতাবস্থায়, প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সকল শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। এ দিনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমুহ বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। হয় তো আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.