ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

শেয়ার

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান ববন্দরে একটি বিশেষ ফ্লাইটে তিনি রোমের উদ্দেশে যাত্রা করেন।

এ সময় তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ে শীর্ষ কর্মকর্তারা সফর করছেন।

এই সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সাথে দুটি সমঝোতা স্মারক সই করবেন। এছাড়া ২৪ জুলাই রোমে অনুষ্ঠিত ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনদিনের সফর শেষে আগামী ২৬ জুলাই ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.