ইউসিসি লক্ষ্মীপুর শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে ১৭ তম ব্যাচ নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান করে ইউসিসি।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় মমিন প্লাজা, পোস্ট অফিস সংলগ্ন ইউসিসির হল রুমে কোরআর তেলোয়াতের মাধ্যমে ও নতুন ব্যাচের শিক্ষার্থীদের ফুল বিতরণ করে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এই সময়ে ইউসিসির পরিচালক অধ্যক্ষ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড. নিজাম উদ্দিন মাহবুব।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিসি লক্ষ্মীপুর শাখার প্রাক্তন ছাত্র, কুষ্টিয়া ইউনিভার্সিটি ১ম মেধা স্থান প্রাপ্ত স্টুডেন্ট মোঃ ইছুপ ইমরান,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র মোঃ মুইনউদ্দিন রবি, আমার বাঙলা পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি সোলাইমান ইসলাম নিশান।

বক্তারা বলেন, তোমার মধ্যে যে দক্ষতা আছে, তোমাকে সেটা ফুটিয়ে তুলতে হবে। ইউনির্ভাসিটি পরিক্ষার আগে অবশ্যয় সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। এখন অনেকে ফোন ব্যবহার করছে, টিকটক করছে এতে সবার পড়ালেখার ক্ষতি হচ্ছে, মস্তিষ্কের সমস্যা দেখা দিচ্ছে। তাই সবকিছু বাদ দিয়ে ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত সময়কে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে হবে।

এছাড়াও ওরিয়েন্টেশনে উপস্থিত ছিল ইউ,সি,সির শিক্ষক বৃন্দ ও প্রাক্তণ ছাত্র বৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.