মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া
নবীনগরের মাটিতে এটা এখন শতভাগ প্রমাণিত আওয়ামী লীগের এমপি বিএনপির প্রার্থীর জন্য মরিয়া না হয়ে উঠলে, আমার জয় সুনিশ্চিত ছিলো। প্রাপ্ত ভোটে আমি তৃতীয় হয়েছি, ফেরদৌস ভাই দ্বিতীয় হয়েছেন উনার রয়েছে ৬টি ইউনিয়ন। আমার মাত্র দুই ইউনিয়ন সেখানেও মাননীয় এমপি সাহেব নানান রকম চাপ প্রয়োগ করেছেন। আমি যাদের রাজনীতি করি তারায় আমাকে হারিয়ে দেয় এই ব্যাপারটা নতুন না!
বৃহস্পতিবার (৬ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এইচ এম আল আমিন আহমেদ তার নিজের ফেইসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লিখেন। বুধবার (৫ই জুন) চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির উপদেষ্টা থেকে বহিষ্কৃত ফারুক আহমেদ আনারস প্রতীকে ৫৮ হাজার ৩৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৬৮১ ভোট। ফারুক আহমেদ এর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন দিয়েছিলেন বলে জানা গেছে।
এ উপজেলায় ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ৪২২টি। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৩৫। এ উপজেলায় ভোট পড়েছে ২৮ দশমিক ৬০ শতাংশ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলা চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সিরাজুল ইসলাম ফেরদৌস সাংবাদিকদের বলেন, সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা যেই মানুষটিকে আমরা মাত্র দুই/তিন মাস আগে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছি সেই মানুষটি একজন রাজাকারের সন্তানের পক্ষে, বিএনপির একজন বহিষ্কৃত নেতার পক্ষে নির্লজ্জভাবে এবং নিকৃষ্ট ভাবে, উনি উনার চেয়ারম্যান বলেন মেম্বার বলেন যেই সমস্ত এলাকায় গ্রামের প্রভাবশালী ব্যক্তি আছে তাদেরকে হাত করে হাতে নিয়ে উনি নিজে ফোন করে করে বিভিন্ন ভাবে ঘোড়ার বিরুদ্ধে আনারসের পক্ষে ভোট দেওয়ার জন্য কাজ করেছে। মাননীয় সংসদ সদস্যের ক্ষমতায় উনি যেই কাজটা করলেন নবীনগরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ঘৃণা এবং প্রতিবাদ জানাই।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম রানা চেয়ারম্যান প্রার্থী আল আমিনের ওই পোস্টে মন্তব্যে লিখেন, ‘বর্তমান এমপি খন্দকার মুশতাকের ভূমিকা পালন করে ষড়যন্ত্র করে আপনাদের মত মুজিব আদর্শের সৈনিকদের বিরুদ্ধে গিয়ে রাজাকারের পুত্র বিএনপির প্রার্থী আনারস মার্কার পক্ষে কাজ করে তাকে বিজয় সুনিশ্চিত করেছে।এটা আওয়ামী রাজনীতির জন্য নবীনগর ইতিহাসে কলঙ্ক অধ্যায় রচিত হয়েছে।
সাইদুল ইসলাম আরজে রিফাত নামে একজন মন্তব্যে লিখেন, বাদললীগ জয় আওয়ামিলীগ পরাজয়। নবীনগরের সংসদ তৃণমূল আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সবাইকে অসম্মান করছে। বিএনপি ও হেফাজত যার অন্তরে বসবাস তাকে আবার উপজেলা আওয়ামিলীগ সভাপতি পদটি ধরে রাখার ইচ্ছে হয় কেমন করে? হেফাজত মত একটা দলের আজ ভাইস চেয়ারম্যান হয়ে যাই এতো তৃণমূল একটিভ নেতারা হেরে যাই। আওয়ামিলীগ হেরে যাই নাই, সব ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। দেলোয়ার হোসাইন কিবরিয়া নামে একজন মন্তব্যে লিখেন, যেই এমপির জন্য কষ্টার্জিত টাকা খরচ করে উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট সংগ্রহ করে দিলাম নিজের ওয়ার্ড থেকে৷ সেই এমপি আজ মরিয়া হয়ে বিএনপির নেতাকে পাস করালো৷ নিজের পুতুল চেয়ারম্যান বানালো৷ হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে৷