আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিল

শেয়ার

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সৌদি ক্লাবটি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চুক্তি বাতিল করা হয়েছে।

এর আগে সোমবার (২৮ জানুয়ারি) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। রাত না পোহাতেই সত্যি হলো সেই খবর।

আল হিলাল কাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় এই খবর, নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তাঁর সাফল্য কামনা করছি।

৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরও কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার।

অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পথ ধরে সৌদি ফুটবল যোগ দিয়ে আল হিলালকে বড় স্বপ্নই দেখিয়েছিলেন নেইমার। আল হিলালে যোগ দেয়ার দুই মাস পরই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার।

চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.