আল-কারীম ইসলামী একাডেমিতে অভিববাক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের সনামধন্য আল- কারীম ইসলামী একাডেমি মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগন্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের চৌধুরীর বাড়ির দরজায় অবস্থিত অত্র মাদ্রাসা ক্যাম্পাসে কোরআন তেলওয়াতের মাধ্যমে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো: জাকির হোসেনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগন্জ কারামতীয়া ফাজিল মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ভবানীগন্জ ইউপি সদস্য হুমায়ুন কবীর।

উক্ত মাদ্রাসায় হেফজ বিভাগ এবং নূরানী ক্যাটাগরীতে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদান নিশ্চিত করা হয় বলে জানান মাদ্রাসা কতৃপক্ষ।

অভিভাবকরা জানায়,অত্র মাদ্রাসায় পরিবেশ ভালো এবং আন্তরিকতার সাথে পাঠদান দেওয়া হয়। আমাদের সন্তানের লেখাপড়ায় মনোযোগী এবং পড়াশোনা ভালো করছে।

অনুষ্ঠানে অতিথিরা অভিবাবক ও শিক্ষার্থীদের লক্ষ্য করে নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য রাখেন।

ইতিমধ্যে হেফয,নূরানী ক্যাটাগরিতে সুন্দর পাঠদানের মাধ্যমে সবার নজর কেড়েছে এই মাদ্রাসা।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মো: শাহাব উদ্দিন, অভিবাবক,শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.