সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২৪ জানুয়ারি। ২০১৫ সালের আজকের দিনে ৪৫ বছর বয়সে তিনি মালয়েশিয়ায় মারা যান। পরে ২৮ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর আগে আজ সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে শ্রদ্ধা জানাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।