টিভি নাটকের পাশাপাশি ওটিটি এবং সিনেমা নিয়েও ব্যস্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তিনি নতুন একটি সিনেমার কাজ শুরু করছেন। নাম ’পায়েল’। পরিচালনা করছেন রায়হান খান। এ সিনেমায় বারবনিতারূপে হাজির হবেন ভাবনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমায় দুইটা অংশ রয়েছে। একটা অংশে আমাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপরের গল্প সেখান থেকেই গল্প এগুতে থাকে।’
গত সপ্তাহে এফডিসিতে এ সিনেমার একটি গানের শুটিং হয়। গানের শিরোনাম ’ঝিলিমিল ঝিলমিল’। এতে বেশ আবেদনময়ী রূপে ধরা দেন ভাবনা। এটি দেখে অনেকে আইটেম গান মনে করলেও পরে ভাবনা নিজেই এ বিভ্রান্তি দূর করেন।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি কোনো আইটেম গানে হাজির হয়নি। আমি একটি সিনেমা করছি “পায়েল” নামে। ।সিনেমাটির নির্মাতা রায়হান খান। এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো। সিনেমাটির একটি গানে আমি নেচেছি সত্য। একজন নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্যে আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম। এর আগে অন্য কোনো সিনেমাতে আমাকে নাচতে দেখা যাইনি।তবে এটি আইটেম সং না। আমাদের ছবির শুটিং চলছে আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে কাজটি শেষ করতে পারি।