জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একসময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন আর আগের মতো দেখা যায় না তাকে। তবে সরব রয়েছেন ওটিটিতে।
চলতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দেশীয় ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘কাজলের দিনরাত্রী’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন।
নাটকে দেখা যায়, কাজলের বয়স ২৪ বছর হয়ে গেলেও মনের দিক থেকে সে এখনো আট বছরের শিশু। কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকটির গল্প।
এতে মেহজাবিনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ। সম্প্রতি দেশীয় ওটিটিতে প্রচারিত ২০২৩ সালের আলোচিত একক নাটক হিসেবে পুরস্কৃত হয়েছে নাটকটি।
এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, পর্দায় আট বছর বয়সের একটা চরিত্র ফুটিয়ে তোলা খুবই কঠিন। কিন্তু পরিচালকের সহায়তায় সবকিছু অনেক সহজ হয়েছে। আমি খুশি যে আমাদের কাজটা পুরস্কৃত হয়েছে।