তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:
বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করতে চায় তবে সেটি আমাদের মর্যাদা অক্ষুন্ন রেখে।ব্যক্তি হিসেবে আমি নিজের মর্যাদা ক্ষুন্ন করতে পারি, কিন্তু কোনো ভাবেই দেশের মর্যাদা ক্ষুন্ন করতে পারি না। জাতীর পিতা,যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।সে জাতীর পিতার কন্যা যখন প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আত্মমর্যাদা,নিজস্ব স্বকীয়তা কখনো বিজর্সন দিতে পারে না। এ কারনে আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়।
আজ শনিবার( ২২ জুলাই) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের চিপ হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপ্নন এমপি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আবু সাঈদ আল মাহমুদ স্বপ্নন আরো বলেন, কারো রক্তচক্ষু কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার জনগণ ভয় করে না। আমরা পৃথিবীর সেই জাতি, আমরা আমদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছি। স্বাধীনতার জন্য পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মানুষ এভাবে জীবন দেয়নি। আমাদের স্বাধীনতার জন্য ২ লক্ষ মা-বোন নিজের সম্ভ্রম হারিয়েছে। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। এ কারনে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আলাদা সত্বা নিয়ে দাঁড়িয়ে আছে।