আমরা এখনো একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারিনি : গণপূর্তমন্ত্রী

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া:

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ‘গণতন্ত্রের অযুহাত দিয়ে কামাল হোসেনরা শেখ হাসিনাকে আঘাত করার চেষ্টা করেছে। নানান ভাবে তাকে দলের অভ্যন্তর থেকে বিব্রত করা হয়েছে। আর জিয়াউর রহমান এবং এরশাদ এর স্বৈরতান্ত্রিক শাসন, যেই শাসন না হলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত। সেই সামরিক শাসকেরা তাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। সামরিক শাসকদের দোসরেরা এখনো বাংলায় বিরাজমান আছে। যেই আওয়ামী লীগ একদিন বাঙালি জাতীয়তাবাদকে পুঁজি করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে এসেছিল সেই আওয়ামী লীগকে নানান ভাবে আদর্শিকভাবে ক্ষতিগ্রস্ত করার নানান চেষ্টা চলছে। আমরা এখনো সাম্প্রদায়িকতা মুক্ত একটি সমাজ গড়তে পারেনি। আমরা এখনো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। আমরা এখনো একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারিনি।’

রবিবার (২৩ জুন) বিকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার মাঠে বাংলাদেশ আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আ.লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইতিহাস সাক্ষী বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অবদান ও অর্জন হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন এবং সংগ্রামের ফলশ্রুতিতে। আওয়ামী লীগের ইতিহাস সংগ্রাম এবং আন্দোলনের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস সামনে পথ চলার ইতিহাস। আওয়ামী লীগকে বারবার ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ বারবার স্পিনসের মতো নতুন শক্তিতে দাঁড়িয়ে সামনে এগিয়ে এসেছে। এই আওয়ামী লীগ তাই অনেক শক্তিশালী একটি দল।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং বাচিকশিল্পী ও সাংবাদিক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগের ২৫জন প্রবীণ নেতাদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি ডা. আবু সাইদ, পিপি এড. মাহবুবুল আলম খোকন।

এসময় অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন শোভন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, জেলা যুবলীগের সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আবুল কালাম আজাদ ভূইয়া, ভাইস চেয়ারম্যান রবিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরিন জুই(সেতু), ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.