আবারো ৩ নবজাতকের নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

শেয়ার

একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হলো স্বপ্ন, পদ্মা ও সেতু।

সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌর শহরের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন শিশুর জন্ম হয়। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

হাসপাতালের পরিচালক ডা ইমার উদ্দিন কায়েস বলেন, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে স্বপ্ন, পদ্মা ও সেতুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার্ড করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.