বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ক্যারিয়ারের অধিকাংশ রান এবং উইকেট এসেছে টেস্ট ম্যাচ থেকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে এক মাইলফলকের সামনে ছিলেন মিরাজ। তবে সেবার সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি টাইগার অলরাউন্ডার মিরাজ। আজ আফগানদের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মিরাজ এখন পর্যন্ত ১৩৬ ম্যাচ খেলে ২ হাজার ৩৪৩ রান ও ২৪২ উইকেট সংগ্রহ করেছেন। যেখানে টেস্টে ৩৯ ম্যাচ খেলে ১ হাজার ২৪৫ রান ও ১৫০ উইকেট এসেছে। এতেই এই রেকর্ড গড়েন মিরাজ।
আজ আফগানদের হয়ে শেষে ব্যাট করা করিম জানাত-ক্রিজ ছেড়ে বেরিয়ে মেহেদী হাসান মিরাজকে বড় শট ওড়ানোর চেষ্টায় ব্যর্থ হলে। বল গ্লাভসে নিয়েই স্টাম্প ভেঙে দিলেন লিটন দাস। আর এতেই টাইগারদের হয়ে তৃতীয় বলার যিনি টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।
এদিকে প্রথম ইনিংসে ৩৮২ রান করা বাংলাদেশ পেয়েছে ২৩৬ রানের লিড। তাদের সামনে ফলো-অন করানোর সুযোগ থাকলেও, নিজেরাই আবার ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ১৮ রানে ১ উইকেটে ব্যাট করছে বাংলাদেশ।