আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

শেয়ার

বি. চৌধুরী ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ নির্বাচন বন্ধ করতে চায়।

তারা ৭৫-এ ক্লু করেছে,৭৫-এ খুন করেছে মোস্তাক-জিয়া। জেল খানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে।

আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবেনা। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেবনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। এবারের নির্বাচনে একটা বড় দল নেই মন্তব্য করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।

এতে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল হক শাহীন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান চরফকিরা চেয়ারম্যান জায়দল হক (কচি) চাপরাশির হাট ইউপি চেয়ারম্যানমহিউদ্দিন ( টিটু), ধানসিঁড়ি ইউপি চেয়ারম্যান কামাল খান কোম্পানী সহ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.