রায়পুর প্রতিনিধি :
“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আগামী ০৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদিক সহ পাঁচ শাতাধিক লোক অংশগ্রহন করেন। রায়পুর পৌর শহরের প্রাইম ব্যাংকের সামনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (০৫ মার্চ) সকাল ১১ টা থেকে ঘন্টব্যাপী মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, মহিলা বিষায়ক কর্মকর্তা শিউলি আক্তার , বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের, সাংবাদিক মুকুল পাটওয়ারী, দেলোয়ার হোসেন মৃধ্যা প্রমুখ।