আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে রামগঞ্জে সম্পত্তি আক্তার হোসেন নামের এক সহকারী শিক্ষক আদালতে মামলা করায় আসামীরা তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ পৌরসভার টামটা গ্রামের ছায়েদ আলী মাষ্টার বাড়ির সামনে। সৃষ্ট ঘটনায় স্থানীয় লোকজন তাৎক্ষনিক ৯৯৯ কল দিলে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষক আক্তার হোসেনকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। সৃষ্ট ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষক উপজেলার লামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টামটা শেখের বাড়ির মোঃ আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আক্তার হোসেন সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১০জুন লক্ষ্মীপুর জেলা জজ আদালতে ৫জনকে আসামী করে ৫০৬,৪২৭,৩৭৯,৩২৩,১৪১ ধারায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষক আক্তার হোসেন বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় সংক্রান্ত কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে টামটা পোলের গোড়া বাড়ির মুনছুর আহম্মেদের ছেলে মোঃ মনির ও মোঃ মানিক হোসেন এবং একই বাড়ির মৃত সফিকুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম গংরা পুরুষ মহিলাসহ দলবল নিয়ে শিক্ষক আক্তার হোসেনের গতিরোধ করে আটক করে। এক পর্যায়ে কোটে মামলা করেছে কেনো বলেই তার উপর সকলে মিলে হামলা চালায়।
হামলাকারী মনির,মানিক ও সফিক জানান, আমাদের নামে মাষ্টার আদালতে কেনো মামলা করেছে তাকে দাঁড় করিয়ে আমরা সেটা জিজ্ঞেস করেছি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তাকে আমরা ছেড়ে দিয়েছি। মারধরের বিষয়টি সঠিক নয়।
শিক্ষক আক্তার হোসেন জানান, আমি স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে মনির,মানিক ও সফিক আমাকে দলবল নিয়ে আটক করে মারধর করে পরিত্যাক্ত বাগানের ভিতর তুলে নিতে চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।