আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত, রামগঞ্জে বসতঘরের সামনে দেওয়াল দিয়ে ব্যারিকেট

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে রফিকুল ইসলাম নামের এক ভূমিদস্যু জোরপুর্বক বাউন্ডারি ওয়াল নির্মান করে বসতঘরের সানে ব্যারিকেট দিয়ে দিনমুজুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।

 

ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকালে রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজার হরিসভা ব্রীজ বেড়ীবাঁধ সংলগ্ন মৃত দুলাল মিয়ার ছেলে জসিম ও মামুন হোসেনের বসতঘরে সামনে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে আদালতে নির্দেশ অনুযায়ী নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন। ভূমিদস্যু রফিকুল ইসলাম পৌর রতনপুর ওয়ার্ডের বেপারী বাড়ির মৃত আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার সোনাপুর মৌজার আর,এস ১০৭৭ও ১০০৮ নং খতিয়ান ভূক্ত যাহার জমাখারিজ খতিয়ান নং ২৮৬৯ ও ২৪০৮ দাগে ৬ শতাংশ সম্পতিতে মৃত মোঃ দুলালের ছেলে মোঃ জসিম উদ্দিন ও মোঃ মামুন হোসেন দীর্ঘদিন থেকে পৈত্তিক জায়গায় বসবাস করে আসছে। কিন্তু হটাৎ ভূমিদস্যু রফিকুল ইসলাম ও এমদাদ উল্যা ভাড়াটিয়া লোকজন নিয়ে তাদের বসতঘরের সামনে দেওয়াল নির্মান করে ব্যরিকেট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে সম্পত্তি দখল করার চেষ্টা করেন। পরে দুলালের ছেলে জসিম উদ্দিন লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মিছ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী মোঃ জসিম উদ্দিন জানান, ভূমিদস্যু রফিক প্রভাবশালী হওয়ায় আমাদের সম্পত্তিতে থানা পুলিশ নিষেধ করার পরও জোরপূর্বক ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের বসতঘরের সামনে দেওয়াল নির্মান করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে বাড়িতে আমরাসহ অনন্য সদস্যদেরর চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অভিযুক্ত রফিকুল ইসলাম ও এমদাদ উল্যা বলেন, জসিম উদ্দিন গং ৬ শতাংশ সম্পত্তির মালিক অথচয় তাদের মালিকানা চেয়েও তারা অনেক বেশি সম্পত্তি ভোগদখলে রয়েছে। আমাদের জায়গায় আমরা দেওয়াল নির্মান করতেছি। তাই কারো তো কোন সমস্যা থাকার কখা নয়। এছাড়াও জসিম আমাদেরকে হয়রানি করার জন্য আদালতে বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে ।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান জানান আদালতের নির্দেশ পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, আদালতের নির্দেশ অমান্য করে কেউ নির্মান কাজ করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.