তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
পূজোর আমেজে সনাতন ধর্মালম্বীদের উদ্দীপনা তুঙ্গে। দুর্গাপূজোর আনন্দে গা ভাসিয়ে দিয়েছে সনাতন ধর্মালম্বীরা। আজ মহা নবমী, মনে বিষাদের ছায়া থাকলেও সকাল থেকে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পূজা মণ্ডপকে আকর্ষণীয় করতে করা হয়েছে নান্দনিক আলোক সজ্জায়। পাশাপাশি চোখ ধাঁধানো প্যান্ডেল দেখে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা।
ঢাকের বাদ্যের সাথে আধুনিক সাউন্ড সিস্টেমে মুগ্ধ সকলে। এদিকে অষ্টমী শুরু থেকে গভির রাত পর্যন্ত লক্ষ্মীপুরের প্রতিটা মণ্ডপে ছিলো দর্শনার্থীদের প্রচন্ড ভিড়। কোথাও কোথাও মণ্ডপের প্রবেশ করতে ঘন্টারও বেশি সময় অপেক্ষা হরতে হয় তাদের।
এ বছর পূজাকে ঘিরে লক্ষ্মীপুরের মণ্ডপগুলোতে আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা। প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় নির্বিঘ্নে পূজা উদযাপন করেছে সনাতন ধর্মালম্বীরা।
আগামীকাল দশমী পূজাও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় এই উৎসব।
প্রচলিত আছে, অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে দেবী স্বর্ণরূপ ধারণ করেন। আর এই সময় থেকেই তিনি মহিষাসুর বধের প্রস্তুতি নিয়েছিলেন।
দেবী দুর্গা মহিষাসুরকে দশমীতে বধ করেছিলেন। শাস্ত্র মতে, এই দিন দেবীর পূর্ণাঙ্গ পূজা হয়।
আর নবমী মানে সকলের মুখ ভার কারণ আর কিছুক্ষণ পরেই ঘরের মেয়ে ফিরে যাবে কৈলাসে। কিন্তু কালের নিয়ম অনুযায়ী বিদায় জানাতে হবেই দেবী দুর্গাকে। দেখতে দেখতে ফুরিয়ে গেলো আরেকটি দুর্গা পূজো। দশমীর বিষাধে অপেক্ষা আরেকটি বছরের এমনটাই বলছে ভক্ত ও পূজারীরা।