আজ বরিশাল যাচ্ছেন শেখ হাসিনা

শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে রওয়ানা হন তিনি। শেখ হাসিনা বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

দেশের স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন হলো, পদ্মা সেতু। সেই সেতু দিয়েই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগমের লক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন দলের নেতারা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.